নীরবে নতুন কিছু নিয়ে আসছেন বাঁধন

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ৪১তম জন্মদিন ছিল গতকাল। ১৯৮৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে বাঁধন বলেন, এটা শুরু মাত্র!
রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভাসছেন দর্শকনন্দিত এই অভিনেত্রী। ভক্তদের উদ্দেশেও ফেসবুকে বার্তা দিয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এ তারকা।
২৮ অক্টোবর জন্মদিনের বার্তায় বাঁধন লিখেছেন, হ্যালো পৃথিবী, এটা আমার ৪১তম জন্মদিন! আমি দারুণ একটি জার্নি অতিক্রম করেছি। যদিও এটি যে খুব যে মসৃণ ও শান্তির ছিল, এমন না। বেশিরভাগ ক্ষেত্রে অনেক চড়াই-উৎরাইয়ের ওপর দিয়ে যেতে হয়েছে। এমনও সময় এসেছে, আমি জিতেছি, হেরেছি, কেঁদেছি; আবার হেসেছি, যুদ্ধ করেছি, প্রতিদান পেয়েছি। আমি জিতেছি, আমি ব্যর্থ হয়েছি, আমি কেঁদেছি, আমি হেসেছি, আমি সংগ্রাম করেছি, আমি অর্জন করেছি, এবং আমার ৪০ বছরের জীবনের শেষে, আমি সেই বাঁধনই আছি!
তিনি আরো লেখেন, আমি সত্যিই বিশ্বাস করি এটি আমার জীবনের শুরু মাত্র! আমি নিজেকে নিয়ে খুব গর্বিত, এবং আমি সবসময় আমার জন্য সেখানে থাকবো। বিশেষ দ্রষ্টব্য: যখনই আমি নীরব থাকতাম, সবসময়ই নতুন কিছু আসে! যে জন্য অপেক্ষা করুন!
২০০৬ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজে পথচলা শুরু বাঁধনের। ক্যারিয়ারে ’নিঝুম অরণ্যে‘, ‘রেহানা মরিয়ম নূর’ নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া বলিউডের ওয়েব ফিল্ম ‘খুফিয়া’তে দারুণ অভিনয় করেছিলেন বাঁধন। প্রশংসিত হয়েছেন ওটিটি-তে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ এবং ‘গুটি’ নামে দুটি ওয়েব সিরিজে অভিনয় করেও।
এদিকে, চলতি বছরের শুরুর দিকে শোনা গেছে টলিউড নির্মাতা প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থোলজি ফিল্ম ‘ফেয়ার অ্যান্ড আগলি’র একটি গল্পে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বাঁধন। তবে কি নীরবতা শেষে এই সিনেমার চমক নিয়েই সামনে দাঁড়াবেন বিপ্লবী বাঁধন!