নিজস্ব প্রতিবেদক :
নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অভিযোগে ৫ জেলেকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ৬ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরিন একাডেমি এলাকায় অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলী ও কোস্ট গার্ডের সদস্যদের যৌথ অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় জেলেরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক সুপ্রভাতকে বলেন, মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার মধ্যে অনেক অসাধু নৌকার মালিক ও জেলে চিংড়ী পোনামাছ ধরতে গিয়ে অন্যান্য সামুদ্রিক মাছের পোনাও সাথে নষ্ট করে দিচ্ছে। অভিযোগ পেয়েছি একটা সিন্ডিকেটের সাথে এ ধরনের কর্মকাণ্ডের যোগসাজশ রয়েছে যারা টাকার বিনিময়ে মাঝিদের মাছ ধরতে সহায়তা করছে।
প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।