সামাজিক সংগঠন প্রয়াস’র উদ্যোগে আজ ১৬ মে শনিবার সকাল ১১টায় নগরীর একটি বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নি¤œ আয় ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা লায়ন এএম কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সংগঠনের পরিচালক মহসীন উল কাদের, গ্রিনল্যান্ড সমাজ কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক আলতাবুর রশীদ বাবু, আয়োজন কমিটির চেয়ারম্যান ও প্রয়াস সহ-সভাপতি সুভাষ সরকার।
সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কিবরিয়া হোসাইন বাপ্পী, সহ-সাধারন সম্পাদক মো. শাহজাহান, মো. ইসমাইল, অর্থ সম্পাদক ওমর ফারুক আসিফ, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ সুমন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নোমান, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাব উদ্দীন, ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, পরিকল্পনা সম্পাদক মাহির অসেফ বাবু, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, অফিস সম্পাদক মোসলেম উদ্দিন, কার্যকরী সদস্য মো. হাবিবুর রহমান, মো. সুলতান মাহমুদ রাজীব প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর



















































