সুপ্রভাত ডেস্ক »
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিক যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখনও পোস্টাল ব্যালট পাননি, তাদের দ্রুত নিকটস্থ পোস লাজু অফিসে যোগাযোগ করে পোস্টাল ব্যালট সংগ্রহ করার জন্য অনুরোধ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালট সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে নিবন্ধন করা প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করেছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেশকিছু পোস্টাল ব্যালট প্রকৃত প্রাপকের কাছে হস্তান্তরের জন্য প্রদত্ত ঠিকানার নিকটবর্তী পোস লাজু অফিসে সংরক্ষিত রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ঠিকানা অসম্পূর্ণ বা অস্পষ্ট থাকায় অথবা কোনো কোনো ক্ষেত্রে প্রাপক পোস লাজু-র টেলিফোন রিসিভ না করায় পোস্টাল ব্যালটগুলো নির্ধারিত ঠিকানায় সরাসরি বিতরণ করা সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায় পোস্টাল ব্যালটের জন্য অপেক্ষায় থাকা সবাইকে যার যার নিকটস্থ পোস লাজু অফিসে যোগাযোগ করে অতি দ্রুত পোস্টাল ব্যালট সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

















































