নিজস্ব প্রতিবেদক
নগরের কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার আলমগীর হোসেন।
সিএমপি প্রাথমিকভাবে জানায়, বাস থেকে যাত্রীরা নামার পর এক যুবক পেট্রল ঢেলে গাড়িটিতে আগুন লাগিয়ে দেন। এ সময় বন্দর নগরের পাঁচলাইশ থানা এলাকার বিপ্লব উদ্যানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলছিল।
উপকমিশনার আলমগীর হোসেন বলেন, নিউমার্কেটের শেষ স্টপেজে যাত্রীরা নামার সময় বাসের ভেতর পেট্রলের গন্ধ পান এবং হঠাৎ পেছনের অংশ থেকে আগুন জ্বলে ওঠে। ঘটনার পর বাসচালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আগুন লাগার পর পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় ৩০ মিনিট ওই রাস্তার যান চলাচল বন্ধ থাকে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।