সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
শনিবার সন্ধ্যা ৬টার দিকে আসন্ন নিউজিল্যান্ড সফরের দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে নাম আছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। বিসিবি এই স্কোয়াড ঘোষণার পর জানা যায়, নিউজিল্যান্ড সফরে না যাওয়ার আবেদন করে ছুটি চেয়ে চিঠি দিয়েছেন সাকিব।
আগেই গুঞ্জন ছিল কিউইদের বিপক্ষে এই সিরিজে পাওয়া যাবে না সাকিবকে। কিন্তু ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা হয় তাকে নিয়েই। জানা যায়, আনুষ্ঠানিকভাবে বোর্ডে কিছুই জানাননি সাকিব। এজন্য তাকি নিয়ে নিউজিল্যান্ড সিরিজের দল দিয়েছেন নির্বাচকরা।
বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণার পর বোর্ডকে চিঠি দিয়েছেন সাকিব। এই সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন তিনি।
যদিও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এমনকি সাকিবের ছুটি মনজুর হয়েছে কি না সেটিও জানা যায়নি এখনো।