সুপ্রভাত ডেস্ক :
নিউজিল্যান্ডে বৃহস্পতিবার নতুন করে আরো তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর ফলে এ মুহূর্তে কোভিড -১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১শ’ ৯০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
মন্ত্রণালয় বলছে, স্থানীয়ভাবে সর্বশেষ কোভিড- ১৯ রোগী শনাক্তের ৬৯ দিন পর গত ৩ জুলাই ভারত থেকে আসা ২০ বছরের এক নারীর শরীরে প্রথম করোনা শনাক্ত হয়। তাকে অকল্যান্ডে আইসোলেশানে রাখা হয়েছে।
ইতালি ফেরত ৩০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয় ৪ জুলাই।
এটি দ্বিতীয় সংক্রমণের ঘটনা। তাকে ক্রাইস্টচার্চের একটি হোটেল আইসোলেশানে রাখা হয়েছে।
তৃতীয় সংক্রমিত ব্যক্তিও এসেছে ভারত থেকে গত ৩ জুলাই। তাকেও অকল্যান্ডে আইসোলেশানে রাখা হয়েছে। দু’জন রোগী সুস্থ হওয়ায় এখন অসুস্থ রয়েছে ২৪ জন। তাদের কারোরই হাসপাতাল চিকিৎসার প্রয়োজন পড়ছে না। দেশটিতে করোনায় মারা গেছে ২২ জন।