সুপ্রভাত ডেস্ক »
রশিদ–নবী–ফারুকিদের নিয়ে গড়া আফগান বোলিং আক্রমনে ৭৫ রানেই শেষ নিউজিল্যান্ড। রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ‘রশিদ খানের দল জিতল ৮৪ রানের বড় ব্যবধানে। স্মরণীয় জয় আফগানিস্তানের।
টি–টোয়েন্টি বিশ্বকাপে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই এটি কিউইদের বিপক্ষে আফগানদের প্রথম জয়। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ১২৫ রানে হারিয়েছিল আফগানিস্তান। টানা দুই ম্যাচেই একপেশে জয় পাওয়ায় নেট রানরেটে গ্রুপের বাকি দলগুলোর চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে গেল তারা।
গ্রুপ পর্বে আফগানদের শেষ দুই ম্যাচ পাপুয়া নিউগিনি ও সহ–আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুই ম্যাচের একটিতে জিতলেই সুপার এইট পর্ব নিশ্চিত হবে আফগানদের।
আসরে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। তবে শতরানের উদ্বোধনী জুটিতে আফগানদের খেলায় এগিয়ে রাখেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৪৪ রান করে থামেন জাদরান। গুরবাজ খেলেন ৫টি করে চার–ছক্কায় ৫৬ বলে ৮০ রানের চমৎকার ইনিংস। পরের দিকে ব্যাটাররা দ্রুত ফিরে যাওয়ায় ৬ উইকেটে ১৫৯ রানে থামে আফগানদের ইনিংস।
লক্ষ্য তাড়ায় আফগান বোলারদের জবাব দিতে ব্যর্থ হন কিউই ব্যাটাররা। তাদের ওপর জেঁকে বসেন পেসার ফজলহক ফারুকি ও অধিনায়ক রশিদ খান। ৪৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে কিউইরা। চাপ অব্যাহত রেখে ১৫.২ ওভারে ৭৫ রানেই কিউই ইনিংসের ইতি টেনে দেয় আফগানিস্তান। ১৭ রানে ৪ উইকেট নেন রশিদ। ৩.২ ওভারে ফারুকিও ১৭ রানে শিকার করেন ৪ উইকেট। বাকি দুটো উইকেট পান মোহাম্মদ নবি। ম্যাচসেরা হন গুরবাজ।