সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বমোট ৬.৯ মিলিয়ন ডলার বা ৮৩ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। গ্রুপ পর্বের সব ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও বাংলাদেশ পাবে ৩ কোটি টাকার বেশি। টুর্নামেন্টে অংশগ্রহণ করার কারণেই প্রায় দেড় কোটি টাকা করে পাচ্ছে ৮টি দল। আইসিসির ইভেন্ট মানেই যেন অর্থের ঝনঝনানি। দরজায় কড়া নাড়ছে আরও একটি আইসিসি ইভেন্ট, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্ট শুরুর আগে টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি, যেখানে সর্বমোট প্রাইজমানির পরিমাণ সর্বশেষ আসরের চেয়ে ৫৩% বৃদ্ধি পেয়ে হয়েছে ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা। চ্যাম্পিয়ন দলের জন্য স্বাভাবিকভাবেই অর্থ পুরস্কারটা সবচেয়ে বেশি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৭ কোটি টাকা। ফাইনালে হেরে রানার্সআপ হওয়া দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক, ১.১২ মিলিয়ন ডলার যা প্রায় সাড়ে ১৩ কোটি টাকার সমান। এছাড়া সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুই দলের পকেটে ঢুকবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে, যা বাংলাদেশি টাকায় সাড়ে ৬ কোটি টাকার চেয়ে একটু বেশি। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য জয়ী দল পাবে ৩৪ হাজার ডলার করে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪১ লাখ টাকার সমান। এছাড়া ৮ দলের মধ্যে ৫ম বা ৬ষ্ঠ অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে দল দুটি পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা করে। টুর্নামেন্টের বাকি দুই দল অর্থাৎ ৭ম এবং ৮ম হওয়া দলের পকেটে ঢুকবে ১ লাখ ৪০ হাজার ডলার বা ১ কোটি ৬৮ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া ৮ দলের প্রত্যেকে শুধু অংশগ্রহণ করার জন্যই পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় দেড় কোটি টাকা। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। ৯ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান।
একনজর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি- সর্বমোট-৬.৯ মিলিয়ন বা ৮৩ কোটি টাকা, চ্যাম্পিয়ন-২.২৪ মিলিয়ন ডলার বা প্রায় ২৭ কোটি, রানার্সআপ- ১.১২ মিলিয়ন ডলার বা প্রায় সাড়ে ১৩ কোটি টাকা, সেমিফাইনালে পরাজিত দুই দল- ৫ লাখ ৬০ হাজার ডলার করে বা প্রায় সাড়ে ৬ কোটি টাকা করে, গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ে ৩৪০০০ ডলার বা প্রায় ৪১ লাখ টাকা,
৫/৬ নম্বরে থাকা দল- ৩৫০০০০ ডলার বা প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা করে, ৭/৮ নম্বরে থাকা দল – ১৪০০০০ ডলার বা প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা করে, টুর্নামেন্টে অংশ নেওয়ার কারণে ৮ দল পাবে-১২৫০০০ ডলার বা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা করে।