একটি সমীক্ষায় বলা হয়েছে, গত ১২ মাসে বাংলাদেশে ৪১ শতাংশ নারী নানা রকম সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৮ দশমিক ৯ শতাংশ যৌন সহিংসতাজনিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ভায়োলেন্স এগেইনস্ট উইমেন জরিপের প্রতিবেদনে উঠে এসেছে, গত দশকে নারীর বিরুদ্ধে যৌন সহিংসতা ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ২০১৫ সালে যৌন সহিংসতার হার ছিল ২৭ দশমিক ২ শতাংশ, ২০২৪ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৫ শতাংশ; শহরে ৩১ দশমিক ৩ শতাংশ ও গ্রামে ২৮ শতাংশ।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সহিংসতার শিকার নারীরা কতটা ট্রমাগ্রস্ত, মানসিক অপঘাত কতটা ভয়াবহ, তা নিয়ে কোনো গবেষণা নেই। ৭০ শতাংশ নারী জীবনে অন্তত একবার শিকার হয়েছেন সহিংসতার। ৯৩ দশমিক ৬ শতাংশ সহিংসতার শিকার নারী ট্রমাগ্রস্ত জীবন কাটান, কিন্তু আইনি আশ্রয় নেন না। মাত্র ৭ দশমিক ৪ শতাংশ নারী আইনের দ্বারস্থ হন। ৬৪ শতাংশ নারী মা-বাবা-বন্ধু-স্বজন-নিকটজন কাউকে জানতেই দেন না কী দুর্বহ যন্ত্রণা তাঁরা বয়ে বেড়াচ্ছেন।
বাংলাদেশে নারী নির্যাতন এবং বিশেষ করে ধর্ষণের মতো অপরাধ দিন দিন আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এর অন্যতম প্রধান কারণ হিসেবে অপরাধীদের যথাযথ শাস্তি না হওয়াকে দায়ী করা হয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে, বেশির ভাগ ক্ষেত্রে ধর্ষকেরা আইনের দুর্বলতার কারণে পার পেয়ে যায়, যা তাদের আরও অপরাধে জড়াতে উৎসাহিত করে।
নারী অধিকার নিয়ে কাজ করা একটি বেসরকারি সংস্থা ‘নারীপক্ষ’-এর গবেষণা অনুযায়ী, ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে ৪ হাজার ৩৭২টি ধর্ষণের মামলা হয়েছে, যার মধ্যে মাত্র ৫টি মামলায় দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়েছে। এই পরিসংখ্যানই স্পষ্টভাবে প্রমাণ করে যে ধর্ষণের বিচারব্যবস্থা কতটা দুর্বল এবং অপরাধীরা কীভাবে পার পেয়ে যায়।
বিচারহীনতার এই সংস্কৃতি ধর্ষকদের দৌরাত্ম্য বাড়িয়ে দিয়েছে। এ কারণে বাংলাদেশে ধর্ষণের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না। বিচারহীনতার কারণে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাওয়ার আশা ছেড়ে দেন।
অনেক নারী অধিকারকর্মী ধর্ষণের বিচারহীনতার জন্য বিদ্যমান বিচারব্যবস্থা এবং আইনগত দুর্বলতাকে দায়ী করেন। এখনো বাংলাদেশে ধর্ষণের সংজ্ঞা ১৯৬২ সালের আইনের ভিত্তিতে নির্ধারিত, যেখানে ধর্ষণের অভিযোগ আনলে ভুক্তভোগীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেওয়া হয়েছে। এ কারণে অধিকাংশ নারী মামলায় হেনস্তার শিকার হন এবং তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
গতকাল ছিল বিশ্ব নারী দিবস। সে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলোতে এ কথাটিই আলোচিত হয়েছে যে, সময় অগ্রসর হলেও নারীদের নিরাপত্তা বাড়েনি বরং অনেকাংশেই কমেছে। জনসংখ্যার অর্ধেক নারীদের অরক্ষিত রেখে একটি জাতি বা দেশ অগ্রসর হতে পারে না। নারী জাগরণ, নারীর ক্ষমতায়ন শুধু কথার কথা না রেখে তাকে বাস্তবে রূপ দিতে হবে। তবেই প্রকৃত মুক্তি মিলবে নারীদের।