সুপ্রভাত ডেস্ক »
বলিউড অভিনেত্রীদের মধ্যকার দ্বন্দ্ব, ঝামেলা, ঝগড়া নিয়ে প্রায়শ চর্চা হয়। সোশাল মিডিয়ায় কে কাকে এড়িয়ে গেলেন, কোনও অনুষ্ঠানে কার দিকে বাঁকা চোখে তাকালেন, কিংবা কাকে নিয়ে কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন, এসব খবরের শিরোনামে আসে। দুই অভিনেত্রীর মধ্যকার এই লড়াই বা প্রতিদ্বন্দ্বিতাকে একশব্দে ‘ক্যাটফাইট’ বলে অভিহিত করা হয়। শব্দটি নিয়ে আপত্তি তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি।
‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত এই তারকার মতে, ঝগড়া সবার মধ্যেই হয়। সুতরাং শুধু নারীদের ক্ষেত্রে ‘ক্যাটফাইট’ নামক শব্দের ব্যবহার চরম বৈষম্যের বহিঃপ্রকাশ। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে হুমা কুরেশি বলেন, ‘মানুষের মধ্যে লড়াই-ঝগড়া হয়। কিন্তু ‘ক্যাটফাইট’ ব্যাপারটি প্রচ- পক্ষপাতদুষ্ট। পুরুষরাও লড়াই করে, কিন্তু তখন কেউ ‘ডগফাইট’ বলে না। মানুষ ঝগড়া করে, কারণ তাদের মধ্যে মতের অমিল হয়। এক্ষেত্রে তারা পুরুষ নাকি নারী, সে বিষয়টি মুখ্য নয়।’
নারীদের তুলনায় পুরুষরা আরও বেশি লড়াই করে বলেও মন্তব্য হুমার। তার ভাষ্য, ‘জিমে গেলে এই বিষয়টি বুঝতে পারবেন। তারা (পুরুষ) কেউ ব্যায়াম নিয়ে মনোযোগী না, বরং একে-অপরের মাসল পরখ করায় ব্যস্ত।’ হুমা কুরেশির নতুন সিনেমা ‘ডাবল এক্সএল’। এতে তার সহশিল্পী সোনাক্ষী সিনহা। সিনেমাটিতে তারা দুজনই স্থূলকায় নারীর রূপে অভিনয় করেছেন। এই সিনেমার সূত্র ধরে হুমা কুরেশি বললেন, ‘যদি অকপটে বলি, সিনেমায় কাজের ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরাই বেশি স্বস্তিতে থাকেন। আমি মনে করি, দুজন পুরুষের একসঙ্গে সিনেমা করা কঠিন। কারণ, তারা প্রতিনিয়ত নিজেদের বাইসেপ নিয়ে তুলনা করবে। এক্ষেত্রে নারীদের অযথাই বদনাম হয়ে গেছে। আমি নারী শিল্পীর সঙ্গে কাজ করতেই মজা পাই।’
উল্লেখ্য, ‘ডাবল এক্সএল’ সিনেমাটি পরিচালনা করছেন শত্রম রামানি। এতে হুমা ও সোনাক্ষীর সঙ্গে আরও আছেন জহির ইকবাল ও মহৎ রাঘবেন্দ্র প্রমুখ। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।