নারায়ণগঞ্জের আড়াইহাজার অঞ্চল পরিদর্শন বিদেশি বিনিয়োগকারীদের

সুপ্রভাত ডেস্ক »

বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শন করেছেন।

মঙ্গলবার সকালে নারায়াগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে করেন চীন, জাপান, সৌদি, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশিসহ ৩৬ বিনিয়োগকারী। বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও  অবকাঠামো বিষয়ক খোঁজ-খবর নেন তারা।

সেখানে তাদের সংবর্ধনা জানান বিএসইজেড কর্তৃপক্ষ। বিনিয়োগকারীদের সামনে বিএসইজেড কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন।

পরে তাৎক্ষণিকভাবে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০ হাজার স্কয়ার ফিটের প্লট নেয়ার একটি চুক্তি স্বাক্ষর হয়। নীলর্ন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং বিএসইজেডের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও  অবকাঠামো বিষয়ক খোঁজ-খবর নেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিনিয়োগকারীদের টানতে নতুন করে পলিসি হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। এ সংখ্যা আরো বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি।

দেশে অর্থনীতিকে উন্নতি করতে সরকারের পক্ষে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। বিদেশি বিনিয়োগ কারীদের আকৃষ্ট করতে আর্থায়নসহ নানা  সুযোগ সুবিধা আর পৃষ্ঠপোষকতার বিষয় তুলে ধরা হচ্ছে।

সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন, এ উদ্যোগে দেশে বাড়বে বিদেশি বিনিয়োগ বাড়বে তৈরী হবে নতুন কর্মসংস্থান।

চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২৫ সোমবার থেকে শুরু হয়েছে। সম্মেলনের লক্ষ্য দেশের ক্রমবর্ধমান বিনিয়োগের দৃশ্যপট তুলে ধরা, যা রূপান্তরমূলক সুযোগ এবং নজিরবিহীন প্রবৃদ্ধির জন্য প্রস্তুত।

বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তানভীর আলী মূল বক্তব্য রাখেন।

সেশনে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও সাদিয়া হকের সঞ্চালনায় একটি উচ্চ পর্যায়ের প্লেনারি অনুষ্ঠিত হয়। যেখানে প্যানেলিস্টদের মধ্যে ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, আইসিটি বিভাগের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. এনসুর, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, এবং আইসিটি বিভাগের সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শিশ হায়দার চৌধুরী।