নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি »
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত পালিত হয়েছে। একই দিন ৬০ শিক্ষা প্রতিষ্ঠানেও দিবসটি পালন করে।
রোববার সকাল ১১ টায় এ উপলক্ষে গৃহীত কর্মসূচিত্তোর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাস্মদ জাকারিয়া।
এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলার দু’শিক্ষা অফিসারসহ সকল দপ্তরের কর্মকর্তা, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দসহ শিক্ষক,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) ত্রিরতন চাকমা বলেন , উপজেলার প্রায় ৬০ টি প্রাথমিক বিদ্যালয় নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো ছবি আঁকা, বিতর্ক, দেশাত্মবোধক গান ও আলোচনা সভা।



















































