নিজস্ব প্রতিবেদক »
নব্য জেএমবির তিনজন সদস্যের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন দাস।
মামলায় অভিযুক্তরা হলেন, লোহাগাড়ার পদুয়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে মো. আব্দুল কাইয়ুম (২৩),
ওসমান গণির ছেলে জহির উদ্দিন (২৮) এবং আমিরাবাদ ইউপির ছালেহ আহম্মদের ছেলে আকি প্রকাশ রহমদ উল্লাহ (২৩)।
ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন দাস বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সমর্থন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করার দায়ে তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানার একটি মামলা দায়ের হয়।
২০২০ সালের ৬ জুলাই ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক সোলায়মান শেখ এ তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের কয়েকটি ধারায় মামলাটি দায়ের করেন। মামলা তদন্ত করেন কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. নিজাম উদ্দিন ভুঁইয়া। তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে গত বছরের ১৫ জানুয়ারি এজহারভুক্ত তিন অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সে পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) চার্জগঠন করে আদালত। আগামী ১০ মে নির্ধারিত তারিখ এ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।’
মামলার এজহারে সূত্রে জানা গেছে, নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সমর্থন করে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে অপরাধ সংগঠনের ষড়যন্ত্র এবং এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন আসামিরা।