চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) নব নিযুক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সাথে গতকাল চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ডভ্যান অ্যান্ড মিনি ট্রাক মালিক গ্রুপ বাকলিয়া-কোতোয়ালী উপ-কমিটির সাক্ষাৎ করেন।
সকাল সাড়ে ১০টায় দামপাড়াস্থ সিএমপি’র সদর দপ্তরে মালিক গ্রুপের সভাপতি ফরিদ আহম্মদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, সহ-সভাপতি মোজ্জামেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মিলন, বেলাল হোসেন, প্রচার সম্পাদক জিলানি সোহেলসহ নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল বলেন, সংগঠনের শত শত সদস্যের ট্রাক ও কাভার্ডভ্যানের মাধ্যমে লাখ লাখ টন মালামাল পরিবহন করে আসছে।
প্রায় পণ্যবোঝাই ট্রাক কাভার্ডভ্যান সমূহ চাঁদাবাজি ও হয়রানির শিকার হচ্ছে।
তিনি এসব হয়রানি বন্ধে পুলিশ কমিশনারের সহযোগিতার পাশাপাশি যানজটমুক্ত নগরী গড়ার অঙ্গীকার করেন।
নব নিযুক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ট্রাক মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিজ্ঞপ্তি
মহানগর