সুপ্রভাত ডেস্ক »
বুধবার বেলা ৩টার দিকে আউটার রিং রোডের ধুমপাড়া অংশে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- মাহমুদা আক্তার অরিন (৩০) ও তার মেয়ে জান্নাতুল মাওয়া আতিফা (৩)। অরিনের স্বামী কলেজ শিক্ষক নূর নবী পারভেজ এবং অটোরিকশার চালকও আহত হয়েছেন।
বন্দর থানার এসআই মাসুদুর রহমান বলেন, ‘তারা অটোরিকশায় করে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে যাচ্ছিলেন। আউটার রিং রোডের ধুমপাড়া সংলগ্ন অংশে পৌঁছালে পেছন থেকে বালুবাহী একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
‘এতে ঘটনাস্থলেই মা-মেয়ে মারা যান। আহত কলেজ শিক্ষক ও অটোরিকশার চালককে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়।’
এদের মধ্যে কলেজ শিক্ষকের আঘাত তেমন গুরুতর নয় বলে জানান এসআই মাসুদুর রহমান। খবর বিডিনিউজ।
তিনি বলেন, ‘ডাম্প ট্রাকটি বে-টার্মিনাল প্রকল্পের মাটি ভরাটের কাজে বালু বহন করছিল বলে শুনেছি। চালক ঘটনার পরই পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে।’
নূর নবী পারভেজ নগরীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পদে কর্মরত।
এ মুহূর্তের সংবাদ



















































