নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় নগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছেন। শুক্রবার সকাল থেকে নগরীর মির্জারপুল বাজার, আতুরার ডিপো, কর্নফুলী কমপ্লেক্স ও রিয়াজ উদ্দিন বাজার এলাকায় তদারকি অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকারের অভিযানে ব্যবসায়ীদেরকে অনৈতিক মুনাফা না করতে এবং দোকানের প্রকাশ্য স্থানে মূল্য তালিকা প্রদর্শন করে পণ্য বিক্রয় করতে অনুরোধ করা হয় এবং পাইকারি বিক্রেতাদেরকে পণ্য বিক্রয়কালে অবশ্যই বিক্রয় রশিদ প্রদান করতে হবে মর্মে সতর্ক করা হয়। ওষুধের দোকানসমূহ তদারকি করে তাদের বেশি দামে ওষুধ বিক্রয় না করতে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বাজার গুলো তদারকি করেন। কর্মকর্তারা জানিয়েছেন, কোন বিক্রেতা যদি অধিক মূল্যে পণ্য বা ওষুধ বিক্রয় করে তাহলে ভোক্তাসাধারণকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়।