নিজস্ব প্রতিবেদক »
সিআরবির তিন প্রবেশমুখে বসছে দৃষ্টিনন্দন গেট। তবে এতে গাড়ি চলাচলে কোনো বিধিনিষেধ থাকবে না। পূর্বাঞ্চলীয় রেলওয়ের সদরদপ্তর এলাকায় প্রবেশের বিষয়টি জানান দিতেই সিটি গেটের আদলে তিনটি গেট নির্মাণ করা হচ্ছে।
তিনটি গেট কোথায় নির্মিত হচ্ছে জানতে চাইলে পূর্বাঞ্চলীয় রেলওয়ের প্রধান প্রকৌশলী সবুক্তগীন মাহমুদ বলেন, ‘কদমতলী দিয়ে প্রবেশের সময় সিএনজি স্টেশনের পাশে, স্টেডিয়াম এলাকা দিয়ে প্রবেশের মুখে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে এবং টাইগার পাসের অংশ দিয়ে আসার পথে রেলওয়ের ভিআইপি গেস্টহাউসের পাশে বসছে তিনটি গেট।’
গেট তিনটি দিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যানবাহন চলাচলে কোনো বিধিনিষেধ থাকছে না।
তাহলে কেন এই গেট নির্মাণ? এ প্রশ্নের জবাবে প্রধান প্রকৌশলী বলেন, রেলপথ সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য এবিএম ফজলে করিমের প্রস্তাবনার আলোকে এই গেট নির্মাণ করা হচ্ছে।
গেট তিনটি কেমন হবে জানতে চাইলে প্রধান প্রকৌশলী সবুক্তগীন মাহমুদ বলেন, এবিষয়ে বিভাগীয় প্রকৌশলী ভালো বলতে পারবেন।
গেটের ডিজাইন বিষয়ে জানতে চাইলে বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘সিটি গেটের আদলে তিনটি নান্দনিক গেট নির্মাণ করা হবে। মূলত: রেলওয়ের সদর দপ্তর এলাকা বুঝানোর জন্য নান্দনিক এসব গেট নির্মাণ করা হচ্ছে।’
উল্লেখ্য, পূর্বাঞ্চলীয় রেলওয়ের সদর দপ্তর সিআরবিতে। গাছগাছালি ঘেরা এলাকাটি নগরবাসীর বিনোদনের একটি স্থানে পরিণত হয়েছে। উন্মুক্ত এই স্থানে দিনভর এবং সন্ধ্যার পর হাজারো মানুষের উপস্থিতি থাকে।