নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

নগরীর জলাবদ্ধতা নিরসনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা ছবি-সংগৃহীত।

সুপ্রভাত ডেস্ক »
নগরীর জলাবদ্ধতা নিরসনে আইনি জটিলতা, ভূমি অধিগ্রহণ ও অর্থ সংস্থান সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
গতকাল রোববার বিভাগীয় প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে আয়োজিত মতবিনিময় সভায় এ অভিমত ব্যক্ত করেন বক্তারা।
সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মতবিনিময় সভায় আগামী চার মাসের মধ্যে চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনে কর্ম প্রক্রিয়া উপস্থাপন করেন নদী বিশেষজ্ঞ ফাইয়েজ আহমেদ তাইয়েব।
সভায় বক্তব্য রাখেন পানিসম্পদ সচিব নাজমুল আহসান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, জলাবদ্ধতা চট্টগ্রামের একটি বড় সমস্যা সে জন্য প্রধান উপদেষ্টা এ সমস্যা সরেজমিনে পরিদর্শনের জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আমরা বিভিন্ন খাল পরিদর্শন করেছি। জলাবদ্ধতা নিরসনে সরকারি জমি পুনরুদ্ধার ও আর্থিক সংস্থানের ব্যবস্থা করা, পরিচ্ছন্নতা কর্যক্রম পরিচালনার জন্য জনবল সংকটসহ আইনি জটিলতা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে এর দ্রুত সমাধান নিশ্চিত করতে আমরা কাজ করবো।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, আইনি জটিলতা, অর্থ সংস্থানের সমস্যা ও ভূমি অধিগ্রহণে যে সমস্যা রয়েছে তা নিরসনে আমরা একটা সমন্বিত সিদ্ধান্তে পৌঁছাতে চাই। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করছি।
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে নগরীর খালগুলোকে তার স্বাভাবিক গতিপথে রাখতে হবে। আপনারা এখান থেকে অল্প একটু দূরে এই নগরীর পাশেই পটিয়াতে যাবেন; দেখবেন যে সেখানে ৫ গ্রামে পানিই নাই। এই খালগুলো আপনারা ব্যক্তি নামে দিয়ে দিচ্ছেন আবার আমরা উচ্ছেদ করে দিচ্ছি, আবার ওদেরকে ক্ষতিপূরণ দিচ্ছি। আবার তিনগুণ ক্ষতিপূরণ দিয়ে সরকারকে অধিগ্রহণ করে নিতে হচ্ছে। এসব ক্ষেত্রে কিন্তু ভূমি প্রশাসনকে জবাবদিহিতার মুখোমুখি করা উচিত। খাল দখলকারীদের আইনের আওতায় এনে এদের কঠিন জবাবদিহির মুখোমুখি করতে হবে।
সভায় চট্টগ্রামের বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি অধ্যাপক সিকান্দার খান, চট্টগ্রাম ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম, আমার দেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন কমিটির সভাপতি এসএম নুরুল হক, রাজনীতিবিদ এস এম ফজলুল হক প্রমুখ।