চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বাংলাদশের সব শহরের পরিস্থিতিই করোনার ছোবলে বিপদগ্রস্ত। মহামারির আঘাত আর বেঁচে থাকার লড়াই যুগপৎভাবে চলছে সর্বত্র। বিশ্বের বড় বড় নিরাপদ শহরের চিত্রও অভিন্ন। প্রধানমন্ত্রী আমাদের উন্নয়ন সমৃদ্ধি ও কর্মযজ্ঞের করোনা পূর্ব সক্ষমতাকে ফিরিয়ে আনতে যে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন তার সাথে আমরা যতই নিবিড়ভাবে একাত্ম হতে পারব ততই আমাদের পুনঃযাত্রার পথ প্রশস্ত হবে।
আজ ২২ জুন (সোমবার) নগরীতে বিভিন্ন শ্রমজীবী সংগঠনের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার সামগ্রী বিতরণকালে মেয়র এসব কথা বলেন। এ সময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন।
আজ পাহাড়তলী রেলওয়ে স্কুল প্রাঙ্গনে পরিবহন শ্রমিক লীগের ৩শ’ পরিবার, রাহাত্তারপুলস্থ ব্লুমিং পার্কে শ্রমিক লীগের ৬শ’ পরিবার, কালুরঘাটস্থ ইস্পাহানি স্কুলে মহানগর রিকশাচালক শ্রমিক লীগের ৪শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করেন। বিজ্ঞপ্তি
মহানগর