সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার চতুর্থ টি-২০ ম্যাচে দারুণ এক জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এদিন ব্যাট হাতে ওপেনার রোহিত শর্মা মাত্র ১২ রান করলেও দ্বিতীয় ভারতীয় হিসেবে গড়েছেন অনন্য এক কীর্তি।
ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে ওপেন করতে নেমে আদিল রশিদের বলে ছয় মেরে ভারতের ইনিংস শুরু করেছিলেন রোহিত। প্রথম ওভারেই তিনি নিয়েছিলেন ১১ রান। সেই সময় বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ৯ হাজার রানের মাইল ফলক ছুঁয়ে ফেলেন ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটসম্যান।
রোহিতের আগে একমাত্র ভারতীয় হিসেবে এই কীর্তি গড়েছিলেন বিরাট কোহলি। এই তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তিনি টি-২০ তে মোট ১৩,২৯৬ রান সংগ্রহ করেছেন।
এই তালিকায় আরো আছেন যথাক্রমে কাইরন পোলার্ড (১০,৩৭০ রান), পাকিস্তানের শোয়েব মালিক (৯৯২৬ রান), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (৯৯২২ রান), কোহলী (৯৬৫০ রান), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৯৪৫১ রান), অ্যারন ফিঞ্চ (৯১৪৮ রান) এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৯১১১ রান)। রোহিত শর্মা এখন পর্যন্ত ১১০ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২৮০০ রান করেছেন। আর সর্বমোট ৩৪২ টি টি-২০ ম্যাচে তার রান ৯০০১। খবর : ডেইলিবাংলাদেশ’র।
খেলা