সভায় ডা. শাহাদাত
‘৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। এই যুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্যের কথা আজকে এই দেশ সম্পূর্ণভাবে গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে। এই দেশে আজ মানুষের কোনো অধিকার নেই, ভোটের অধিকার নেই। সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা হয়েছে। মানুষের ন্যূনতম মৌলিক অধিকারগুলো হরণ করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সাথেই বিশ্বাসঘাতকতা করেছে।’ গতকাল শনিবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় নগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন একথা বলেন। প্রস্তুতি সভায় মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। নগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ান, নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মো. মিয়া ভোলা, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, মাহবুবুল আলম, মো. ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, ইসকান্দার মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আবুল হাশেম, মন্জুর আলম মঞ্জ, আনোয়ার হোসন লিপু, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, সম্পাদকবৃন্দ শাহ আলম, আইয়ুব আলী, নুরুল আকতার, মনোয়ারা বেগম মনি, নরুল আকবর কাজল, আবদুল নবী প্রিন্স, অধ্যাপক জন্টু বড়ুয়া, আবদুল বাতেন, শেখ নুরউল্লাহ বাহার, থানা বিএনপির সভাপতি হাজী হানিফ সওদাগর, মো. সেকান্দর, আবদুল্লা আল হারুণ, সহ সম্পাদকবৃন্দ এ কে এম পেয়ারু, আবদুল হালিম শ্বপন, ইকবাল হোসেন, মো. ইদ্রিস আলী, আবু মুছা, মোস্তাফিজুর রহমান বুলু, আবদুল হাই, আলী আজম চৌধুরী, থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দীন, আবদুল কাদের জসিম, নগর সদস্য জাকির হোসেন, জেসমিনা খানম, মো. ইলিয়াছ, মালেক ফারুকী, আবদুর রহিম, মো. হাশেম, আতিকুর রহমান, নাসির আহমেদ, মনিরুজ্জামান টিটু, মনিরুজ্জামান মুরাদ, ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব খান, এস এম মফিজ উল্লাহ, রফিক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি