দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, অহংকার, আত্মমর্যাদা ও আত্মোপলব্ধির দিন মহান বিজয় দিবস। বাঙালির বিজয়ের সাথে উচ্চারিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। যিনি আমাদের একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার বিরামহীন প্রচেষ্টার ফলে দেশ আজ উন্নতির সোপানে অধিষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংগ্রামে দেশবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে। স্বাধীনতার পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে আজো তারা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চায়। আজ ইতিহাসের সঠিক ধারায় বাংলাদেশ ফিরে এসেছে। এই ধারার সাথে যারা নিজেদের মানাতে না পেরে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে তাদের রাজনৈতিক পরাজয় সময়ের দাবি। আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, এম এ সাইদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, স্বাস্থ্য সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, নুরুল আবছার চৌধুরী, আবু জাফর, অ্যাডভোকেট মুজিবুল হক, গোলাম ফারুক ডলার, আবদুল কাদের সুজন, আবদুল মতিন চৌধুরী, বিজয় কুমার বড়–য়া, চেয়ারম্যান ওমর ফারুক, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বি.কম, নাছির আহমদ চেয়ারম্যান, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, এ কে আজাদ, অধ্যাপক আবদুল গফুর, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, শামীমা হারুন লুবনা, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, মাহবুবুর রহমান চৌধুরী, শ্যামল দাশ, ইঞ্জিনিয়ার ইসলাম, দিদারুল আলম, খালেদা আক্তার চৌধুরী, কৃষ্ণা রানী দাশ, এস এম বোরহান উদ্দিন, রাশেদুল আরেফিন জিসান, মো. আবু তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি