দেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে তারেক জিয়ার হাত আছে

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »

‘দেশের সাম্প্রতিক বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টাতে তারেক জিয়ার হাত আছে। আদালতের দণ্ডপ্রাপ্ত এই আসামিকে দেশে ফেরানো এবং দণ্ড কার্যকরের চেষ্টা অব্যাহত আছে। পদ্মা সেতু তৈরিতে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। ষড়যন্ত্রে লিপ্ত ছিল ড. ইউনুছের মতো সিনিয়র নাগরিকরা। তিনি যুক্তরাষ্ট্রের হিলারি ক্লিনটনের মাধ্যমে বিশ্ব ব্যাংকে চিঠি দিয়েছিলেন পদ্মা সেতু নির্মাণে কোনো সহযোগিতা না করার জন্য। কিন্তু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বসে থাকেননি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এটি সারা বিশ্বে সাড়া জাগানোর মতো দৃষ্টান্ত।’
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আবৃত্তি উৎসবে হিসেবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এ কথা বলেন। শুক্রবার বিকেলে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই আবৃত্তি উৎসবের উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. অনুপম সেন।
প্রধান অতিথি তথ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়াকে মহানুভবতা দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসনিক ক্ষমতাবলে জেলের বাইরে রাখা হয়। কিন্তু বিএনপি নেতাদের বড় বড় কথায় জনগণ ক্ষিপ্ত হয়ে পুনরায় তাকে জেলে ঢোকানোর জন্য বলছে। বিষয়টি বিবেচনা করার জন্য ভাবছি।
বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের আহ্বায়ক জয়ন্ত চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, জেলা প্রশাসক মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার।
পরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৫০ জন বাচিক শিল্পীর আবৃত্তি পরিবেশিত হয়।