সুপ্রভাত ডেস্ক :
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে প্রাণহানি দাঁড়াল ৩ হাজার ৬৫৭ জনে।
এছাড়া নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ২৪ জন। ফলে ভাইরাসটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে দাঁড়াল।
আজ রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাভাইরাসের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মোট ৮৭টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম চলমান আছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৬৩৬টি। এর মধ্যে আগের দিনেরসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ১৮টি। এতে করোনাভাইরাস পজিটিভ এসেছে ২ হাজার ২৪টি। এ নিয়ে এখন পর্যন্ত সরকার মোট নমুনা পরীক্ষা করেছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি।
সে হিসাবে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ২০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন। সে হিসাবে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৫ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন। সে হিসাবে, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৮ শতাংশ।