সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ক্রিস্টিয়ানো রোনালদো- নামটাই যেন একের পর এক রেকর্ডের সঙ্গে জড়ানো। ক্লাব কিংবা দেশ যেখানেই গেছেন, একটা না একটা রেকর্ড ঠিকই নিজের করে নিয়েছেন এই পর্তুগিজ যুবরাজ। সম্প্রতি তার রেকর্ডের মুকুটে যুক্ত হয়েছে আরো একটি পালক।
মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গোল করে আরো একটি অনন্য রেকর্ড গড়েছেন রোনালদো। দেশের জার্সিতে চলতি বছরসহ টানা ১৮ বছর গোল করার অনবদ্য রেকর্ড করেছেন সিআর সেভেন।
দেশের জার্সিতে ২০০৪ সালে প্রথম গোলের দেখা পান রোনালদো। এরপর একে একে কেটে গেছে ১৮টি বছর। দীর্ঘ এই সময়ে জাতীয় দলের হয়ে প্রত্যেক বছরই জাল খুঁজে পেয়েছেন তিনি।
এই রেকর্ডের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন রোনালদো। বর্তমানে ১০৩ গোল করে দ্বিতীয়স্থানে আছেন তিনি। ১০৯ গোল করে শীর্ষে আছেন ইরানের আলী দাই। খবর : ডেইলিবাংলাদেশ’র।
খেলা