‘দেশান্তর’ ছবিটার প্রথম প্রদর্শনী আজ

সুপ্রভাত ডেস্ক

আজ ‘দেশান্তর’ ছবিটার প্রথম ট্রেলার প্রদর্শন হতে যাচ্ছে চট্টগ্রামে।
সন্ধ্যা ৬ টায় প্রথম ট্রেইলার প্রদর্শিত হতে যাচ্ছে চবি ৩৫ ব্যাচের ষোলশহর রেলস্টেশনে অবস্থিত সংগঠন ‘ঝুপড়ি’তে। মূলত ঝুপড়ি-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের নিয়মিত গান আড্ডার আয়োজন।
কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদান পাওয়া ছবি ‘দেশান্তর’ এর প্রথম ট্রেলার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন পরিচালক আশুতোষ সুজন ও কলাকুশলীবৃন্দ।
এ উপলক্ষে ঝুপড়িতে থাকছে গান, আড্ডা ও অতিথির সাথে প্রশ্নোত্তর পর্ব।
ছবিটি সম্পর্কে নির্মাতা আশুতোষ সুজন বলেন, ‘এটি মূলত দেশভাগের গল্প, দেশপ্রেমের গল্প, প্রেমের গল্প। তবে প্রচলিতভাবে আমরা যেটা দেখি দেশে কোনো একটা বড় ধরনের সহিংসতার পর একটি সম্প্রদায়ের চলে যাওয়ার গল্প। কিন্তু দেশান্তরে বলা হয়েছে দেশকে ভালোবেসে ওই সম্প্রদায়ের থেকে যাওয়ার গল্প’।
অবশেষে সে স্বপ্নকে স্পর্শ করলো কবি নির্মলেন্দু গুনের উপন্যাস ‘দেশান্তর’ অবলম্বনে ছবি নির্মাণের মাধ্যমে। প্রসঙ্গত, সুজন সম্পর্কে কবি গুণের জামাতা। বিজ্ঞপ্তি