চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানকল্পে পূর্ব ঘোষিত কর্মসূচি ২০ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় চান্দগাঁও নতুন থানার সামনে থেকে সূচিত হবে। এই আয়োজনের মূল প্রতিপাদ্য লক্ষ্য মশক নিধন ও পরিচ্ছন্নতা। গতকাল বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের পুরাতন নগর ভবনের আবদুস সাত্তার মিলনায়তনে চসিক পরিচালিত শিক্ষা বিভাগের প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বিশেষ বৈঠকে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এই তথ্য জানান দেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মেয়র আরো বলেন, শিক্ষা কোন পণ্য নয়, নৈতিকতা এবং দেশপ্রেম বোধ ছাড়া শিক্ষা একটি অপদার্থ বর্জ্য-এই বর্জ্য সরিয়ে ফেলতে হবে।
তিনি বলেন, প্রত্যেক প্রতিষ্ঠানের সমস্যা আছে এবং থাকবেই। তবে সমস্যা চিহ্নিত করে সঠিক সিদ্ধান্ত নিতে হলে সকলের সুপারিশই হলো সমাধানের মূল সূত্র। তিনি শিক্ষকদের সমাজের গ্রহণযোগ্যতা ও সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সমাজে মানুষের কাছে শ্রদ্ধাশীল শিক্ষক ও ইমামগণ। তাদের কথা সকলেই শুনেন। যদি তাদের চরিত্রে কলঙ্কের দাগ পড়ে তা পুরো সমাকজকেই কলুষিত করে। তাই এ ব্যাপারে আমাদের শিক্ষকদের সচেতন হতে হবে। তিনি প্রধান শিক্ষা কর্মকর্তাকে সিটি করপোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের চলমান অবস্থা এবং সমস্যাসহ প্রাসঙ্গিক চালচিত্র উপস্থাপন করার নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমি চট্টগ্রামের সন্তন হিসেবে জানি নূর আহমদ চেয়ারম্যান ও এবিএম মহিউদ্দিন চৌধুরী শিক্ষার আলোক বর্তিকা। তাদের সেই গৌরব ফিরিয়ে আনতে হবে। শিক্ষা খাতে সিটি করপোরেশনকে বড় অংকের ভূর্তুকি দিতে হয়-এটা বোঝা, এ থেকে বেড়িয়ে আসতে হবে সমাজের সক্ষম মানুষের বদান্যতায়। সভায় আরো বক্তব্য রাখেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা সালমা ফেরদৌস, কুলগাঁও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আমিনুল হক, কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম, পূর্ব মাদারবাড়ি সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. আলী আকবর ও হাফেজ মাওলানা কাজী খাইরুল আনোয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর