করোনায় সৃষ্ট মহামারীর এই দুর্যোগে পৃথিবী আজ বিপর্যস্ত। বদলে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। চরম আর্থিক এবং খাদ্যসঙ্কটে ভুগছে মানুষ। এ চরম সংকটকালীন মুহূর্তে অসহায় ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে তুরস্ক সরকার। বাংলাদেশস্থ তুর্কি কনসাল জেনারেল সালাহউদ্দীন কাশেম খান-এর উপস্থিতিতে চিটাগং গ্রামার স্কুল (সিজিএস) কর্তৃক পরিচালিত সিজিএস কমিউনিটি স্কুলের ঢাকা ও চট্টগ্রাম শাখার ১ হাজার ৬১টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্প্রতি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিটাগং গ্রামার স্কুলের সম্মানিত পরিচালক মিসেস ফারহাত খান।
মূলত সিজিএস কমিউনিটি স্কুল সিজিএস কতৃর্ক পরিচালিত একটি বিনামূল্যের শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা ও চট্টগ্রাম শাখা মিলিয়ে মোট ১২ শতাধিক সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রী সম্পূর্ণ বিনাখরচে নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করার সুযোগ পায় এ প্রতিষ্ঠানে। বিজ্ঞপ্তি
মহানগর