করোনা মহাসংকটে শেখ ফজলুল হক মণি যুব স্কোয়ার্ড এর উদ্যোগে নগর যুবলীগ সদস্য যুবসংগঠক সনত বড়–য়ার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ মাঝার প্রাঙ্গণে অসহায় দ্স্থু ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। মো. মহিউদ্দিন বাচ্চু দ্স্থুদের সাহায্যের আহ্বান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন নগর নরুল আনোয়ার, খোকন চন্দ্র তাঁতি, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী স্বামীম, সাবেক ছাত্রনেতা আবু নাসের চৌধুরী আজাদ, আরিফুল ইসলাম মাসুম, অ্যাডভোকেট সৈয়দ রবি, সাইফুল করীম, মো. সাজ্জাদ আলী, মো. রুবেল, শহীদুল ইসলাম শহীদ, মো. সাহেদ, পূজন লোধ, মো. সুমন, মো. ওয়াহিম, মো. আবিদ, মো. কবির, মো. নুরুল ইসলাম, মো. রুবেল, নগর ছাত্রলীগ নেতা কায়ছার আহমেদ রাজু, ইমরান আহমেদ শাওন, অভিষেক নাথ, প্রান্ত, দুর্জয়, তামিম প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর