কসমোপলিটন লায়ন্স ও লিও ক্লাব এবং রোকেয়া আনোয়ারা আকমল ফাউন্ডেশন এর উদ্যোগে পাঠানটুলি খান বাড়িতে দুস্থদের মাঝে মাস্ক ও কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন জেলার ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী।
সম্মানিত অতিথি লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু। উপস্থিত ছিলেন লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন আশীষ ভট্টাচার্য এমজেএফ, জোন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন কসমোপলিটান লায়ন্স ক্লাবের কোষাধ্যক্ষ লায়ন আব্দুল মোমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কসমোপলিটন লিও ক্লাবের চিফ কো-অর্ডিনেটর লিও ইঞ্জিনিয়ার মো. নাঈম সারওয়ার জিতু, সমাজসেবক নাছির আহমদ, রাজু কর, লায়ন নূর খান হিরু,
রহিম দাত খান বাদশা, কসমোপলিটন লিও ক্লাবের সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সচিব অর্চি দাশ গুপ্তা, লিও ফাহিম, লিও রাকিন, লিও ইশমাম, মাকসুদ, লিও নাঈমসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ২০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
মহানগর