২৬ ফেব্রুয়ারি শনিবার সরকার ঘোষিত ১ কোটি নাগরিককে করোনার গণটিকা কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে ১ লাখ ৮৪ হাজার ২শত জনকে করোনার টিকা প্রদান করা হবে।
জানা গেছে, গণটিকা কর্মসূচির আওতায় প্রতি ওয়ার্ডে সাড়ে ৪ হাজার নাগরিককে করোনার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি ওয়ার্ডে ৫টি টিকা কেন্দ্র থেকে এই কর্মসূচি চালানো হবে। তবে আয়তনে বড় ও জনসংখ্যা বেশি যে সব ওয়ার্ডে প্রয়োজনে সেখানে টিকা কেন্দ্র বাড়ানো হবে। এবার ২৬ ফেব্রুয়ারি টিকা নিতে কোন রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি লাগবে না।
গণটিকা কার্যক্রম নিয়ে গতকাল সকালে আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কেবি আবদুচ সাত্তার মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এসব তথ্য জানান।
স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে ও চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, আবদুস সালাম মাসুম, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, গাজী মো. শফিউল আজিম, মো. শফিকুল ইসলাম, মো. এসরারুল হক, কাজী মো. নুরুল আমিন, মো. মোবারক আলী, মো. জহুরুল আলম জসিম, নুরুল আমিন, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, মো. শহিদুল আলম, মো. নুরুল আলম, শৈবাল দাশ সুমন, মো. সলিমুল্লাহ বাচ্চু, নাজমুল হক ডিউক, মো. ইলিয়াছ, মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, নজরুল ইসলাম বাহাদুর, গোলাম মো. জোবায়ের, আতাউল্লাহ চৌধুরী হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, হাজী নুরুল হক, মো. মোর্শেদ আলী, মো. আব্দুল মান্নান, আব্দুল বারেক, ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, নিলু নাগ, জাহেদা বেগম পপি, শাহীন আক্তার রোজী, রুমকী সেনগুপ্ত, ফেরদৌস আকবর, হুরে আরা বেগম, তসলিমা বেগম নুরজাহান।
মেয়র রেজাউল করিম চৌধুরী আরো বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন ইতোমধ্যে নগরীর ৬১ শতাংশ নাগরিককে করোনার টিকা প্রদানে সক্ষম হয়েছে। করপোরেশনের স্বাস্থ্য বিভাগের এই সাফল্যজনক কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে চাই। তিনি ২৬ ফেব্রুয়ারি কর্মসূচিকে উৎসবমুখর ও শতভাগ সফল করতে করপোরেশনের স্বাস্থ্যবিভাগ, আরবান ভলান্টিয়ার, ওয়ার্ড কাউন্সিলরদের সার্বিক প্রস্তুতি নিতে বলেন। মেয়র এই কর্মসূচি উপলক্ষে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা করা হবে বলে জানান। গণটিকার এই কর্মসূচি ঘিরে ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়ার্ড পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে নগরীর আউটার স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠেয় সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি অংশ নেয়ার কথা রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ২৬ ফেব্রুয়ারির কর্মসূচিতে ভাসমান মানুষকে টিকার আওতায় আনতে নগরীতে আমাদের মোবাইল টিম থাকবে। তিনি মোবাইল টিমকে সার্বিক সহায়তায় ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতা পাবেন বলে আশা প্রকাশ করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. শহীদুল আলম ২৬ ফেব্রুয়ারির অনুষ্ঠেয় করোনার গণটিকার কর্মসূচিকে সফল করতে ওয়ার্ড পর্যায়ে জোরদার প্রচার-প্রচারণা চালানো উচিত বলে মতামত দেন এবং এ ব্যাপারে কাউন্সিলরগণ প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে প্রত্যাশা করেন। বিজ্ঞপ্তি
দু’লাখ মানুষকে টিকা দেবে চসিক
২৬ ফেব্রুয়ারি গণটিকা নিয়ে সভায় মেয়র