দুর্নীতিবাজ ও লুটপাতকারী জনগণের শত্রু : শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১২ অক্টোবর পলোগ্রাউন্ড ময়দানে ঐতিহাসিক ও স্মরণকালের সমাবেশ হবে। এক দলীয় সরকারের অধীনে এই দেশে আর কোন নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। যারা দেশের সম্পদ লুটপাট করেছে, দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই সমস্ত লুটপাট কারীদের জনতার আদালতে বিচার হবে। কোন স্বৈরাচার সরকার বেশি দিন টিকে থাকতে পারে নাই আপনারাও পারবেন না। দুর্নীতি-দুঃশাসন করে কেউ রেহাই পাবে না। দুর্নীতিবাজ ও লুটপাতকারী জনগণের শত্রু।

তিনি ১০ অক্টোবর ১২ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে দলীয় কার্যালয় নাসিমন ভবনে কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা.শাহাদাত হোসেন আরে বলেন,সরকার প্রধান শেখ হাসিনা সাংবাদ সম্মেলনে বলেছেন তিনি বিদায় নিতে প্রস্তুত।

এতে বুঝা যায় তিনি এতদিন পর জনগণের মনের ভাব বুঝতে পেরেছেন। দীর্ঘ এক যুগের অধিক সময় এই সরকার জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে। অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। জনগণের মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে এখন বিদায়ের ঢেকুর তুলছেন। জনগণ এই সরকারকে ক্ষমা করবে না।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দান কানায় কানায় পূর্ণ হবে। চট্টগ্রামের মানুষ এই সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঐদিন সমাবেশে যোগ দিবে। এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। গণতন্ত্রকে নির্বাসিত করেছে, জনগণ তাদের সকল অধিকার হারিয়েছে। তাই আগামী ১২ই অক্টোবর চট্টগ্রাম মহানগরীর সকল ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে সমাবেশে যোগ দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

কোতোয়ালি থানা বিএনপির প্রস্তুতি সভা কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, কামরুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা মোহাম্মদ আলি মিঠু, এম এ বাতেন, কোতোয়ালি থানা বিএনপি নেতা আলহাজ্ব ফরিদ উদ্দিন আহম্মদ, আমিনুর রহমান মিয়া, মিয়া,আব্দুল মান্নান, মোঃ ইউসুফ, আবু মোহাম্মদ চৌধুরী আবু,আনোয়ার হোসেন, আবুল কালাম, মোহাম্মদ ইসহাক,আবুল কালাম(২) এড,ইমতিয়াজ উদ্দিন তারেক, নাজমুল হক ফিরোজ,আব্দুস শুক্কুর, কামাল হোসেন, মোহাম্মদ রিয়াদ, ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আকতার খাঁন, নুরুল ইসলাম খোন্দকার,মোঃ মফিজ উল্লাহ,আলাউদ্দিন আলী নুর, আলী আব্বাস খাঁন, ইসমাইল বালি,মোঃ জসিম মিয়া, সাদেকুর রহমান রিপন, সাব্বির আহমদ, তহিদুস সালাম নিশাত, আবু মোহাম্মদ মহসিন চৌধুরী,ছালে আহমেদ, দিদারুল ইসলাম চৌধুরী, আবু মুছা,আবু বক্কর, দীপক চৌধুরী কালু, যুব দলনেতা মোহাম্মদ সেলিম, মেজবাহ উদ্দিন মিন্টু, সালাউদ্দিন আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন, হাসান, আব্দুল জলিল, আবদুল্লাহ আল সোনামানিক, ছাত্র দলনেতা মো. সানি প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি