দুর্গাপূজায় থাকবে চার স্তরের নিরাপত্তা

জানালেন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় হামলার কোনো শঙ্কা নেই, তবু চারস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।
গতকাল রোববার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস ড্রিল শেডে আয়োজিত পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে নিরাপত্তা সমন্বয় সভায় তিনি এসব তথ্য জানান।

পূজোয় হামলার শঙ্কা না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ভালোর প্রত্যাশা করি, খারাপের জন্য প্রস্তুতি রাখি। যেকোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হলে কীভাবে সেগুলো মোকাবিলা করব সে প্রস্তুতি আমাদের আছে। কুইক রেসপন্স নামে স্পেশালাইজড একটি টিম সবসময় এক্টিভ থাকবে। এছাড়া আমাদের বোম ডিস্পোজাল ও সোয়াতের টিম আছে। তারা দেশে-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত। তারা সবসময়ের জন্য প্রস্তুত থাকবে। বিশেষত পূজায় কোনো হামলার আশঙ্কা নেই। অভিজ্ঞতা থেকে যে প্রস্তুতি নেওয়ায় দরকার সেটা আমরা নেব।’

চারস্তরের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘ এবার ২৭৮ টি পূজামণ্ডপে পূজা হবে। গতবারের চাইতে এবার ১০টি বেশি। এরমধ্যে ১২৬টিকে অতি গুরুত্বপূর্ণ মণ্ডপ হিসেবে বিবেচনা করেছি। প্রতিটি মণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার জন্য বলে দেওয়া হয়েছে। এছাড়া পূজোর নিরাপত্তা নিয়ে শুধু যে পুলিশ কাজ করবে তা নয়। এখানে পুলিশ, আনসার, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা থাকবেন।
পুলিশের দেড় হাজার সদস্য মোতায়েন থাকবে। তবে আমরা চারস্তর বিশিষ্ট একটি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবো এই দুর্গাপূজা উদযাপনে।’

মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক উজ্জ্বল সেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ, আবদুল মান্নান মিয়া ও উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারিশের উপস্থিতিতে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।