সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
বেন স্টোকসের পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলে সুযোগ পেয়েই হাফসেঞ্চুরি করেছিলেন জ্যাক ক্রলি। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। ২৬৭ রানের ইনিংস খেললেন ২২ বছর বয়সি ব্যাটসম্যান। ইংল্যান্ডের ৫৮৩-৮ ডি. স্কোরের জবাবে দ্বিতীয় দিনের শেষে পাকিস্তান তিন উইকেট হারিয়ে ২৪।
স্পিনারদের বিরুদ্ধে সাবলীল হওয়ার জন্য ভারতে এসেছিলেন বিশেষ প্রশিক্ষণ নিতে। প্রথম দিনের শেষে ক্রলি বলেন, ‘ভারতে গিয়ে স্পিন খেলার পাঠ নিয়ে আমি উপকৃত। নিজের ব্যাটিংয়ে উন্নতি লক্ষ্য করেছি।’
ক্রলির দাপট দেখে মুগ্ধ ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তার টুইট, ‘ব্যাটিং অর্ডারের আদর্শ তিন নম্বর পেয়ে গিয়েছে ইংল্যান্ড। দেখে মনে হল খুব ভাল ক্রিকেটার। সব ফর্ম্যাটে ওকে দেখার জন্য মুখিয়ে আছি।’ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে ট্যাগ করে এই টুইট করেন সৌরভ। খবর : আনন্দবাজার’র।
খেলা