সুপ্রভাত ডেস্ক »
জুলাই বিপ্লবের পট পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন ড. আহসান এইচ মনসুর। দায়িত্ব নিয়েই ব্যাংক লুটপাট এবং টাকা পাচারকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন তিনি। সম্প্রতি গভর্নরের মেয়ে মেহরিন সারা মনসুরের দুবাইতে ফ্ল্যাট কেনার বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে নেট দুনিয়ায়। তবে, এই বিষয়ে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে গভর্নর বলেন, তার মেয়ে দুবাইতে ফ্ল্যাট কিনেছেন ২০২৩ সালে। এর সাথে তার কোন সম্পর্ক নেই। ফ্ল্যাট কিনতে মেয়েকে একটি টাকাও দেননি তিনি।
গভর্নর বলেন, আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসার কারণে দুবাইতে তার স্বামী ও সন্তানদের সঙ্গে থাকে। তার প্রায় ৪০ বছর বয়স; সে নিজেই একটি বাড়ি কিনতে পারে। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ফ্ল্যাটটি তারা (মেয়ে-জামাই) অনেক আগেই কিনেছে, সেটি ২০২৩ সালে। ২০২৪ সালে বাসাটির লোন বা ব্যাংককেন্দ্রীক হিসাব শেষ হয়। এক্ষেত্রে আমি এক পয়সাও পাঠাইনি, এমনকি তারা আমার কাছে চায়-ও নি।
তিনি আক্ষেপ করে বলেন, মাসে ২০ লাখ টাকার আয় ফেলে এক লাখ টাকার চাকরি করতে এসে অপপ্রচারের শিকার হতে হচ্ছে, যা খুব বিব্রতকর। এজন্য তিনি টাকার পাচারকারীদের দায়ি করেন।
এসময় নিজ গ্রামে গড়ে তোলা রিসোর্ট সম্পর্কে গভর্নর বলেন, করোনার আগে যুক্তরাষ্ট্রের বাড়ি বিক্রি এবং পেনশনের টাকা দিয়ে এটি করেছেন তিনি।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর হিসেবে দায়িত্ব নেন ড. আহসান এইচ মনসুর।


















































