সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
সরাসরি লাল কার্ড দেখার শাস্তি শুনলেন লিওনেল মেসি। দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা কমিটি তার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। খবর বাংলাট্রিবিউনের।
বার্সেলোনা অধিনায়কের এই শাস্তি প্রযোজ্য হবে লা লিগা ও কোপা দেল রে’তে। দুই ম্যাচের নিষেধাজ্ঞায় মেসি খেলতে পারবেন না বৃহস্পতিবার তৃতীয়-বিভাগের দল কর্নিয়ার বিপক্ষে কোপা দেল রের ম্যাচ। এছাড়া মিস করবেন পরের সপ্তাহে এলচের বিপক্ষে লিগ ম্যাচ।
গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আথলেতিক বিলবাও। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন মেসি। দলের পিছিয়ে থাকা ও নিজের এগিয়ে যাওয়ার পথে বাধা পাওয়ায় ‘মেজাজ হারিয়ে’ বিলবাও ফরোয়ার্ড আসিয়ের ভিলারিব্রেকে চাটি মারেন তিনি। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে দেখান লাল কার্ড।’
খেলা