দুই কোটি টাকায় নিলাম ব্র্যাডম্যানের টুপি

দীর্ঘদিন ছিল বাঙালি ক্রিকেটারের কাছে!

বিক্রি হয়ে গেল ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ। ছবি: এক্স

সুপ্রভাত ডেস্ক »

বিক্রি হয়ে গেল ডন ব্র্যাডম্যানের ভারতের বিরুদ্ধে পরে খেলা ব্যাগি গ্রিন ক্যাপ। সিডনিতে নিলামে কোটি টাকায় কিনে নিলেন এক অস্ট্রেলিয়ান ব্যবসায়ী।

বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। ১৯৪৭-৪৮ সালে স্বাধীন ভারত প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। ভারতের বিরুদ্ধে টেস্টে খেলার সময় ব্র্যাডম্যান যেই টুপিটি পরেছিলেন সেটির নিলাম হয়ে গেল অস্ট্রেলিয়ায়।সিডনিতে কোটি টাকায় বিক্রি হয়ে গেল ‘ব্যাগি গ্রীন’ টুপিটি। সেই টেস্টে ভারতের টিম ম্যানেজার পঙ্কজ পিটার গুপ্তাকে টুপিটি উপহার স্বরূপ দিয়েছিলেন ব্র্যাডম্যান। এরপর তা উইকেটরক্ষক প্রবীর কুমার সেনকে দিয়েছিলেন টিম ম্যানেজার। এরপর ২০০৩ সালে তা ফিরিয়ে নেওয়া হয় পুরোনো মালিকের দ্বারা। তারপর থেকে ২০১০ সাল পর্যন্ত এটি লোনে রাখা হয়েছিল ব্র্যাডম্যান মিউজিয়ামে, যেটি অবস্থিত ছিল এই কিংবদন্তি ক্রিকেটারের জন্মস্থানে।

সিডনিতে অবস্থিত অকশন হাউস বনহ্যামসের মতে এই ঐতিহাসিক টুপিটির জন্য দর হেঁকেছিলেন অনেকেই। শেষ পর্যন্ত ২ লক্ষ ৪৫ হাজার পাউন্ডের বিনিময় কিনে নেন এক অস্ট্রেলিয়ান ব্যবসায়ী। যার ভারতীয় মূল্য প্রায় ২.০৩ কোটি টাকা। এই ঐতিহাসিক টুপিটি সাক্ষী থেকেছিল ৭১৫ রানের। যা তিনি সেই সিরিজে ভারতের বিরুদ্ধে করেছিল। গড় ছিল ১৭৮.৭৫। অস্ট্রেলিয়া সেই ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল। সেই সফরটি  আরও একটি কারণেও ঐতিহাসিক। কারণ সেই সিরিজে নিজের প্রথম শ্রেণীর ক্রিকেটের শততম শতরান করেছিলেন ব্র্যাডম্যান।

তবে এইবার প্রথম নয়, এর আগেও ব্র্যাডম্যানের আরও একটি টুপি নিলামে উঠেছিল। ২০২০ সালের এক অকশনে ব্র্যাডম্যানের সেই প্রথম ব্যাগি গ্রিন টেস্ট ক্যাপ ৩ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলারের বিনিময় কিনে নিয়েছিলেন একজন অস্ট্রেলিয়ান ব্যবসায়ী। তবে, অর্থের বিচারে ব্র্যাডম্যানের ক্যাপকে পেছনে ফেলেছে শেন ওয়ার্নের টেস্ট ক্যাপ। নিলামে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনারের টুপির দাম উঠেছিল ৭ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার। যা ক্রিকেট সামগ্রীর নিলামে বিশ্বরেকর্ড গড়েছিল।

ডন ব্র্যাডম্যান দীর্ঘ ২০ বছর ধরে অস্ট্রেলিয়ার ক্রিকেটে রাজত্ব করেছিলেন। ১৯২৮ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত তিনি ৫২টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁকে বিশ্ব ক্রিকেটের একজন লেজেন্ড মনে করা হয়। তিনি তাঁর ক্রিকেট ক্যারিয়ারে একাধিক রেকর্ড গড়েছিলেন। ১৯৪৯ সালে ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘নাইট’ উপাধি পান ব্র্যাডম্যান। টেস্ট ক্রিকেটে ৬৯৯৬ রান করেছিলেন তিনি, ব্যাটিংয়ের গড় ছিল ৯৯.৯৪। অটুট রয়েছে সেই ব্যাটিং গড়, এখনও পর্যন্ত কেউ এই ব্যাটিং গড় ছুতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৯টি সেঞ্চুরি এবং ১৩টি হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস