নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।
সকাল ৮ টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮জন যাত্রী নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় একই সময় অবতরণ করে নভোএয়ারের একটি ফ্লাইটও।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারওয়ার-ই-জামান জানান, আজ অভ্যন্তরীণ রুটের ১১টি ফ্লাইট অবতারণের কথা ছিল। কিন্তু দুটি ফ্লাইট বাতিল করেছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি ফ্লাইটের মধ্যে বেসরকারি ইউএস বাংলার
৬টি এবং নভোএয়ারের ৩টি ফ্লাইটের শিডিউল রয়েছে। ইতিমধ্যে ইউএস বাংলার একটি এবং নভোএয়ারের একটি ফ্লাইট অবতারণ করেছে।
‘যাত্রীদের পাশাপাশি বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করে কাযক্রম পরিচালিত হচ্ছে’ বলেন উইং কমান্ডার এবিএম সারওয়ার ই জামান।