নিজস্ব প্রতিনিধি, দীঘিনালা »
দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম রুহুল আমিন মানিক (৩২)। সে উপজেলার মুসলিম পাড়া গ্রামের আবদুল হকের ছেলে। শনিবার দুপুরে পাশ্ববর্তী হেডম্যান পাড়া গ্রামের বাহার মিয়া নামক এক ব্যক্তির বিদ্যুতের সংযোগ মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানাজায় শনিবার দুপুরে হেডম্যান পাড়া গ্রামে বাহার মিয়ার বাড়ীর বিদ্যুৎ সংযোগ মেরামত করার জন্য বিদ্যুতের পিলারের উপর উঠে। কাজ করার এক পর্যায়ে পিলারের উপর বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বিদ্যুতের পিলার সংলগ্ন জলিল মিয়ার ঘরের চালের উপর পরে। পরে সেখান থেকে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, রুহুল আমিন মানিক (৩২) এর স্ত্রী দীলরুবা বেগম দশ মাসের সন্তান সম্ভবাসহ ৭ বছরের ১ মেয়ে এবং সাড়ে ৩ বছরের ছেলে রয়েছে। ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।