নিউ দিল্লির সাউথ আফ্রিকান হাই কমিশনের নন রেসিডেন্ট- বাংলাদেশের হাই কমিশনার জোয়েল সিবুসিসো এনডেবেল, ও পলিট্ক্যিাল কাউন্সিলর ম্যন্ডল রামেতসিকে গত শুক্রবার অভ্যর্থনা দেওয়া হয়। এছাড়া সাউথ আফ্রিকার অনারারি কনসাল মো. সোলায়মান আলম শেঠের সৌজন্যে ঢাকার প্যানপ্যসিফিক সোনারগাঁ হোটেলে নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চিফ অফ প্রটোকল এম আমানুল হক, ডেপুটি চিফ অব প্রটোকল (পলিসি) পররাষ্ট্র মন্ত্রণালয় শারমিনা নাসরিন, অনারারি কনসাল জেনারেল অব ইয়েমেন কে এম মজিবুল হক, অনারারি কনসাল অব উগান্ডা আবুল হোসেন, জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, মাসরুর মাওলা, ব্যারিস্টার ইলোরা আফরিন, ব্যারিস্টার-এ্ট-ল্ হািম্ম সালেহ, মিসেস্ সাবরিনা আখন্দ, মেজর ( অব.) মো. সাইদুজ্জামান ভূঁইয়া ও আলমগীর স্বপন।
মো. সোলাইয়মান আলম শেঠ নন রেসিডেন্ট-বাংলাদেশের জন্য নবনিযুক্ত হাই কমিশনার জোয়েল সিবুসিসো এনডেবেলকে আন্তরিক অভিনন্দন জানান। হাই কমিশনারের সাথে এক বৈঠকে চট্টগ্রামস্থ সাউথ আফ্রিকান অনারারি কনস্যুলেট, বাংলাদেশে গত ছয় বছরের কূটনৈতিক কার্য বিবরণী হাই কমিশনারের নিকট পেশ করেন। বিশেষ করে চলমান মহামারিতে বাংলাদেশে আটকে পড়া সাউথ আফ্রিকান নাগরিকদের গত জুন এ ফেরত পাঠানোর ব্যাপারে নিরলসভাবে কাজ করায় অনারারি কনসাল মো. সোলাইয়মান আলম শেঠকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এছাড়া কনস্যুলেটের অপারেনস্ ম্যানেজার কাজী মাহমুদসহ সকলকে অভিনন্দন জানান।
এছাড়া বাংলাদেশে আটকে থাকা নাগরিকদের ফেরত পাঠাতে কাজ করার দিকনির্দশনা দেন। বাংলাদেশ কনস্যুলেটের একজন অফিসারকে কনসুলার সেবা বিষয়ক প্রশিক্ষণের জন্য নিউ দিল্লি হাই কমিশনে নেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন। হাই কমিশনার সাউথ আফ্রিকার অনারারি কনসাল মো. সোলায়মান আলম শেঠকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তাকে এই অভ্যর্থনা দেওয়ার জন্য। বিজ্ঞপ্তি