সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
তিন সেটের দারুণ লড়াইয়ে মারিয়া সাকারিকে হারিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন ছয়বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন তার স্বদেশি গত অস্ট্রেলিয়ান ওপেনজয়ী সোফিয়া কেনিন। খবর বিডিনিউজের।
নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে সোমবার তৃতীয় বাছাই সেরেনা প্রথম সেট জিতেছিলেন ৩৭ মিনিটে। তবে ৩৮ বছর বয়সী তারকা হেরে যান পরের সেটেই। তবে অঘটন ঘটেনি শেষ পর্যন্ত। ১৫তম বাছাই গ্রিসের সাকারিকে হারান তিনি ৬-৩, ৬-৭ (৬-৮), ৬-৩ গেমে।
টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড সø্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছোঁয়ার লক্ষ্যে থাকা সেরেনা শেষ আটে লড়বেন বুলগেরিয়ার সভেতানা পিরোনকোভার বিপক্ষে।
যুক্তরাষ্ট্রের আরেক টেনিস খেলোয়াড় ও দুই নম্বর বাছাই কেনিন বিদায় নিয়েছেন বেলজিয়ামের এলিস মের্টেন্সের কাছে ৬-৩, ৬-৩ গেমে হেরে। শেষ আটে ১৬তম বাছাই মের্টেন্সের প্রতিপক্ষ বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা।
২০তম বাছাই চেক রিপাবলিকের কারোলিনা মুচোভাকে ৫-৭, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে চার বছরেরও বেশি সময় পর প্রথম কোনো গ্র্যান্ড সø্যামের কোয়ার্টার-ফাইনালে উঠলেন সাবেক নাম্বার ওয়ান আজারেঙ্কা।
খেলা