দলের জন্য আতাউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে

????????????????????????????????????

স্মরণ সভায় মফিজুর রহমান

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, মহান নেতা বঙ্গবন্ধুর অনুসারী হিসাবে কায়সার ভাই আজীবন যে অবদান রেখেছেন তাতে তিনি একটি বাতিঘরে পরিণত হয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের কাজ করতে গিয়ে বহুবার মৃত্যু ঝুঁকি নিয়েছেন। খুব বড় মনের অধিকারী ছিলেন কায়সার ভাই। রাজনৈতিক কর্মীদের প্রতি তিনি মহত্ব দেখিয়েছেন। বিপদে কর্মীদের পাশে দাঁড়াতেন তিনি। দেশ, জাতি ও দলের জন্য আতাউর রহমান কায়সারের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় চন্দনপুরা মরহুমের বাসভবন প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবক রাষ্ট্রদূত ও এম এন এ, দেশের বরেণ্য রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী জননেতা আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
স্মরণ সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগসহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, বন সম্পাদক অ্যাডভোকেট মুজিবুল হক, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, শমসের আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, ওমর ফারুক চেয়ারম্যন, ছিদ্দিক আহমদ বি কম, রেজাউল করিম বাবুল, মাহবুবুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান, দক্ষিণ জেলা তাঁতি লীগ আহ্বায়ক দিদারুল আলম, আবদুল হান্নান লিটন, আবদুল মোনাফ, জাকের হোসেন বাচ্চু, রাশেদুল আরেফিন জিসান প্রমুখ। বিজ্ঞপ্তি