চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, উন্নয়ন, শান্তি, মানবতার এক আলোকিত নাম শেখ হাসিনা। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার নাম শেখ হাসিনা, দেশ ও জনগণের প্রতি তাঁর ভালবাসার কোন কার্পন্য নেই। বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশের অর্থনীতি ও উন্নয়নকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে উন্নয়নের ফলে দেশ থেকে ক্রমশ দারিদ্র্য হ্রাস পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সেবা সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে এসেছেন।
গতকাল সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।।
তিনি বলেন, দিশেহারা বাঙালি জাতিকে সাহসে বুক বেঁধে মাথা উঁচু করে দাঁড়ানোর পথ দেখিয়েছেন শেখ হাসিনা। বহু রাজনৈতিক সঙ্কট অতিক্রম করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বাংলার মানুষের জন্য। বিভিন্ন সংকট মোকাবেলায় পারদর্শী শেখ হাসিনা বিশ্বের কাছে উদাহরণ। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের আশীর্বাদ হয়ে রাজনীতিতে এসেছেন। তার দূরদর্শী চিন্তা, দেশপ্রেম ও যোগ্যতায় তিনি বাংলাদেশকে সম্মানিত করেছেন। সারা বিশ্ব অবাক বিস্ময়ে বাংলাদেশের উন্নয়নযজ্ঞ অবলোকন করে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে গণ্য করেছেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, অ্যাডভোকেট এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি এম এ সাঈদ, সাবেক এম.পি চেমন আরা তৈয়ব, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, জহির উদ্দিন, প্রদীপ দাশ, খোরশেদ আলম, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, নুরুল আবছার চৌধুরী, ডা. তিমির বরণ চৌধুরী, গোলাম ফারুক ডলার, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, আবদুল কাদের সুজন, অ্যাডভোকেট আবদুর রশিদ, বিজয় কুমার বড়–য়া, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, মো. গালিব, নুরুল হাকিম, দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক, নুরুল আমিন চৌধুরী, অধ্যাপক আবদুল গফুর, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বি.কম, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, আয়ুব আলী, বিজন চক্রবর্ত্তী, মাহবুবুর রহমান সিবলী, এ কে আজাদ, শাহিদা আক্তার জাহান, এস এম বোরহান উদ্দিন, রাশেদুল আরেফিন জিসান, মো. আবু তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর