সুপ্রভাত ডেস্ক »
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত বিমানটির দুই যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা সবাই নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা। জেজু এয়ারলাইনের ওই বিমানে ১৭৫ যাত্রী ও ৬ ক্রুসহ ১৮১ আরোহী ছিলেন। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার কিছুক্ষণ পর অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির রিপোর্টার জিন ম্যাকেঞ্জি বর্তমানে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনাস্থলে রয়েছেন। তিনি বলছেন, বিমানের সব যাত্রী মারা গেছেন ধারণা করা হচ্ছে।
জীবিত দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানের পিছনের দিকের অংশে ছিলেন বলে তারা বেঁচে গেছেন বলে ধারণা করা হচ্ছে। পেছনের ওই অংশ ছাড়া পুরো উড়োজাহাজটিই বিধ্বস্ত হয়েছে।
যাত্রীরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে অনেকেই বড়দিনের ছুটিতে গিয়েছিলেন সেখানে।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, এখন পর্যন্ত ২২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।