নগরীর কারিতাস মিলনায়তনে ২৮ অক্টোবর শেষ হয়েছে ২ দিনব্যাপী ‘থিয়েটার থেরাপি’ বিষয়ক প্রশিক্ষণ। ২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট এর সমন্বয়ক মুহাম্মদ শাহ আলম এবং সহকারী প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন ইউশরা খান চমক।
ডিসিএ এর সহযোগিতায় উৎস বাস্তবায়িত প্রকল্প ‘অ্যাডুকেশনাল অ্যাসিস্টেন্স ফর পারসন্স উইথ ডিজএ্যাবিলিটিস’ এর কর্মসূচি হিসাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধিতে তাদের মানসিক প্রশান্তি থাকাকে নিশ্চিত করতে সৃজনশীল কলাবিদ্যা ‘থিয়েটার থেরাপির’ কার্যকর ব্যবহার দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানের অংশগ্রহণকারীগণ বলেন, থিয়েটার থেরাপির মাধ্যমে মানসিক স্বাস্থ্য সুরক্ষা সম্ভব। প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর নুরুল মোস্তফা কামাল জাফরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন, মোহাম্মদ আল-আমীন এবং জিনিয়া হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের হিসাব কর্মকর্তা আয়শা আক্তার জুঁই। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উৎস এর মনিটরিং অফিসার মো. আবুল হাশেম খান। এ সময় আরো উপস্তিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাফিয়া বেগম, আলী আহমদ ও মোহাম্মদ নাছির। বিজ্ঞপ্তি
মহানগর