আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের আলোচনা সভা
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যানদ্বয় ও সম্মানী সম্পাদকের নেতৃত্বে সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. অ্যান্ড এইচআরডি) প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এর সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম এর সঞ্চালনায় স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. অ্যান্ড এসডব্লিউ) প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য প্রকৌশলী শামসুল আলম, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সহসভাপতি প্রকৌশলী খোরশেদ উদ্দিন বাদল, ইআরসি’র নির্বাহী ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আবুল হাশেম, স্থানীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ ও প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জুয়েল, প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ। বক্তারা অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ১৯৭১’র মত আবারো আত্মত্যাগের ব্রত নিয়ে প্রকৌশলী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এ উপলক্ষে প্রকৌশলী পরিবারের সন্তানদের জন্য স্বাধীনতা দিবসের উপর রচনা প্রতিযোগিতা এবং আইইবি ভবনের আলোকসজ্জার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি