সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম বন্দরে ব্রেক ওয়াটার ও এক্সেস চ্যানেল ড্রেজিং কার্যক্রমের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পরামর্শক প্রতিষ্ঠানগুলো হলো জার্মানির শেলহর্ন ইনজেনিওরগেজেলশাফট, অ্যাকুয়া কনসালটেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড এবং বাংলাদেশের কেএস কনসালট্যান্ট।
বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ডরুমে সংস্থাটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, পিএসসির উপস্থিতিতে এ চুক্তি সই হয়। এসময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য, শেলহর্ন ইনজেনিওরগেজেলশাফটের প্রতিনিধি ম্যানফ্রেড ভস, কেএস কনসালট্যান্টের ব্যবস্থাপনা পরিচালক মো. হাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী পরার্মশক প্রতিষ্ঠান ব্রেক ওয়াটার ও এক্সেস চ্যানেল ড্রেজিং কার্যক্রমের ডিজাইন, ড্রয়িং, প্রাক্কলন ও দরপত্র দলিল প্রস্তুতের কাজ আগামী ছয়মাসের মধ্যে শেষ করবে ।