তারেক রহমানের হাতে দেশের শাসনভার চাইলেন নিজাম

সুপ্রভাত ডেস্ক »

গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারেক রহমানের হাতে দেশের শাসনভার দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার টানেলের মোড়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ছাত্র-জনতার আন্দোলনের আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের প্রথম বর্ষপূর্তিতে মিছিল করে আনোয়ারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে শুরু হয়ে চাতরী চৌমুহনী বাজার প্রদক্ষিণ করে টানেলের মোড়ে এসে শেষ হয়।

এসময় চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দীর্ঘসময়ে অবৈধভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছিল। গুম-খুন ও নির্যাতনের রাজনীতি করেছে তাই হাসিনাকে বাংলাদেশের মানুষ তাকে বিতাড়িত করেছে। দেশকে প্রকৃত অর্থে ফ্যাসিবাদী মুক্ত করতে হলে গণতন্ত্রের দিকে যেতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারেক রহমানের হাতে দেশের শাসনভার দিতে হবে। যাতে বিএনপির বিগত শাসনামলের মত সুন্দর-সুশৃঙ্খল রাজনৈতিক করার মাধ্যমে দেশকে শাসন এবং সমৃদ্ধ করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী ও বরুমচড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার।