তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে: হুমায়ুন কবীর

সুপ্রভাত ডেস্ক »

আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেখানে তারেক রহমানই বিএনপির নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন তার উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এক কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, “ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে।”

তারেক রহমান কবে দেশে ফিরবেন–এ প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, “যেহেতু তিনি দলের নেতৃত্ব দেবেন, সেজন্য উনার দেশে আসাটা তো স্বাভাবিক, উনি আসবেন। তারিখ যখন ঠিক হবে, তখন আপনারা জানতে পারবেন।”

তারেকের বাবা জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি ১৯৭৯ সালে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়। জিয়ার মৃত্যুর পরে দলের হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম, ২০০১ সালে অষ্টম এবং ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে অংশ নেয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

২০০১ সালের নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক। ২০০৭-০৮ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে তাকে কারাগারে যেতে হয়।

মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য ২০০৮ সালে তিনি লন্ডনে চলে যান। তার পর থেকে পরিবার নিয়ে সেখানেই আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এর মধ্যে ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি ‘জাতীয় ঐক্যফ্রেন্ট’ গড়ে নির্বাচনে যায়। জোটের নেতৃত্ব দেন কামাল হোসেন। এরপর ২০২৪ সালের নির্বাচনও বিএনপি বর্জন করে।

গত দেড় দশকে আওয়ামী লীগের শাসনামলে দেশে আসেননি তারেক। এ সময়ে বিভিন্ন মামলা ও বিচারের মুখোমুখি হতে হয়েছে তাকে।

শেখ হাসিনা সরকার পতনের পর তার দেশে আসার পথ খুললেও তিনি আসেননি। লন্ডন থেকেই দলের কার্যক্রম পরিচালনা করছেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে সব মামলায় খালাস পেয়েছেন তারেক। তবে তিনি কবে ফিরবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো দিন তারিখ বলতে পারছেন না বিএনপি নেতারা।